চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমার সংখ্যা মোটেও কম নয়। এসব সিনেমার মধ্যে বড় অংশ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে কিছু সিনেমা মুক্তির আগে আলোচনার জন্ম দিয়েছিল। প্রত্যাশা ছিল, বক্স অফিসে সাড়া ফেলবে। ২০২৪ সালে আশা জাগিয়েও বক্স অফিসে অপ্রত্যাশিতভাবে ব্যর্থ পাঁচ ভারতীয় সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
ইন্ডিয়ান টু
১৯৯৬ সালে এস শঙ্কর নির্মাণ করেন ‘ইন্ডিয়ান’ সিনেমা। এতে অভিনয় করেন কমল হাসান। মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলার পাশাপাশি সিনেমাটি তিন বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিল। দীর্ঘ ২৮ বছর পর নির্মিত হয় সিনেমাটির দ্বিতীয় পার্ট। তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ প্রযোজনা করেন লাইকা প্রোডাকশন্স এবং রেড জিয়ান্ট মুভিজ। চলতি বছরের ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির আগেই আলোচনায় উঠে আসে এটি। সে বিবেচনায় সিনেমাটি বক্স অফিসে হিট করার কথা ছিল। এমনকি মুক্তির পর কমল হাসানের উপস্থিতিও সিনেমাটির বিপর্যয় ঠেকাতে পারেনি। দর্শকদের নেতিবাচক রিভিউ সিনেমাটির ভরাডুবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বড় বাজেটের অ্যাকশন ঘরানার এই সিনেমা বক্স অফিসে প্রায় আয় করে ১৫০ কোটি রুপি। এ সিরিজের তৃতীয় কিস্তির কাজও প্রায় শেষ। কিন্তু সিনেমাটির তৃতীয় পার্ট মুক্তি না পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ময়দান
অজয় দেবগন অভিনীত বলিউড সিনেমা ‘ময়দান’। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবন অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। ফুটবল কোচের চরিত্রে অভিনয় করেন অজয়। চলতি বছরের ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির আগেই এ সিনেমা নিয়েও হাইপ উঠেছিল। সবার ধারণা ছিল, অজয়ের ‘দৃশ্যম টু’, ‘তানহাজি’ সিনেমার মতো এটিও বক্স অফিসে সাড়া ফেলবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন রূপ নেয়। সিনেমাটি মোট আয় করে ৭২ কোটি রুপি। এটি নির্মাণে বনি কাপুর ও জি-স্টুডিওস ২০০ কোটি রুপি ব্যয় করে।
বড় মিয়া ছোট মিয়া
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘বড় মিয়া ছোট মিয়া’। আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন টাইগার শ্রফ। গত ১০ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায়। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের মতো তারকারা একই সিনেমায় থাকার কারণে প্রত্যাশাও বেড়েছিল। কিন্তু প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ হন এই দুই তারকা। সায়েন্স ফিকশন ঘরানার এ সিনেমা নির্মাণে ব্যয় হয় ৩৫০ কোটি রুপি। মুক্তির পর বিশ্বব্যাপী এটি আয় করে ১০০ কোটি রুপি।
ভেট্টিয়ান
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেন অমিতাভ বচ্চন, ফাহাদ ফসিল, রানা দাগ্গুবতি। গত ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ‘ভেট্টিয়ান’ মুক্তির আগে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ সিনেমা বক্স অফিসে সুপারডুপার হিট হয়। স্বাভাবিকভাবে ধরেই নেওয়া হয়েছিল ‘ভেট্টিয়ান’ সিনেমাও দারুণ সাড়া ফেলবে। মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে বেশ ভালো সাড়াও ফেলে। কিন্তু যতটা ঘোড়দৌড়ের কথা ছিল ততটা হয়নি। ৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ২৫৩ কোটি রুপি।
কাঙ্গুভা
ইতিহাসনির্ভর তামিল অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘কাঙ্গুভা’। শিবা পরিচালিত এ সিনেমায় ‘কাঙ্গুভা’ ও ‘ফ্র্যান্সিস’ চরিত্রে অভিনয় করেন সুরিয়া। তার সঙ্গে দেখা যায় বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে। সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে আসে সিনেমাটি। সুরিয়ার জন্মদিনে মুক্তি পাওয়া সিনেমার প্রথম ঝলকে লড়াকু এক যোদ্ধার ভূমিকায় দেখা যায় এই তারকাকে। তার এই লুক সিনেমাটিকে লাইমলাইটে নিয়ে যায়। ফলে, সিনেমাপ্রেমীদের মাঝে প্রত্যাশাও বৃদ্ধি পায়। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। ৩৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে আয় করে ১০০ কোটি রুপি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]