পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা করিমনের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন যাত্রী। হতাহতরা সবাই কৃষি শ্রমিক। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙামাটিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফ হোসেনের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাঈদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
পুলিশ জানায়, যাত্রীবাহী তিন চাকার বাহনটি দাড়ানো ছিল। এসময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমনটিকে চাপা দেয়। আহত হন ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কৃষি শ্রমিকরা পেঁয়াজ ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক।
সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বান্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]