ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ বোতল ভারতীয় মদ, একটি হলুদ রংয়ের টাটা Ex.2 ট্রাক যার রেজিনং ঢাকা মেট্রো -ট -২০-১৯৪৯সহ দুইজনকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব বিল্লাল হোসেন এর নেতৃত্বে এস আই গাজী রবিউল ইসলাম ফোর্স সহ। অভিযান কালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ২০ গজ পূর্ব পাশ থেকে শারফিন (২৪)শাহ আলম (২৬) কে ২০বোতল বিদেশী মদ ও একটি ট্রাক উদ্ধার করে। গ্রেপ্তার কৃত সারফিন এর পিতা মোহাম্মদ জালাল উদ্দিন মাতা সালমা বেগম গ্রাম লামা কোটাপাড়া থানা গোয়াইন গাট জেলা সিলেট।শাহ আলম এর পিতা হাবিবুর রহমান, মাতা হালিমা খাতুন, গ্রাম ছাতারকোনা, ইউনিয়ন ধনপুর, থানা বিসম্ভপুর,জেলা সুনামগঞ্জ।এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]