সময়কণ্ঠ প্রতিবেদক : স্বাধীন এবং ফুয়াদ। দুই ব্যক্তির এক নাম। যা দেখা যায় চলচ্চিত্র কিংবা নাটক নির্মানের ক্ষেত্রে। একজন স্বাধীন সিরাজী অন্যজন হাসান ফুয়াদ। নাট্যকার ও নির্মাতা হিসেবে দু’জনারই রয়েছে বেশ কিছু নির্মাণ। বিনোদন ভুবনে এই দুই বন্ধুর বিচরণ বহু দিনের। দু’জনই এতদিন আলাদাভাবে পরিচালনার দায়িত্ব পালন করে আসলেও সম্প্রতি এই দুই নির্মাতা জুটি বেঁধেছেন পরিচালনায়। প্রযোজনা প্রতিষ্ঠানের নামকরন করা হয়েছে ফু-স্বা এ্যান্টারটেইনমেন্ট। এই ফু-স্বার ব্যানারে গত নভেম্বর মাসেই নির্মিত হয়েছে দুইটি একক নাটক। একটি ‘আমি তোমার বায়ান্ন তাস’ অন্যটি ‘আলাপন’। শীঘ্রই বেসরকারী চ্যানেলে নাটক দুইটি সম্প্রচার করা হবে। নাটক দুটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, নাদিয়া আফরিন মিম, শিরিন আলম, সঞ্জয় রাজ ও আরো অনেকে। চলতি ডিসেম্বর মাসে ‘দ্বিধা এবং আমি’ ও ‘ফুলকলি’ শিরোনামে আরো দুটি একক নাটক নিমার্ণের প্রয়াস ব্যক্ত করেছেন তরুণ এই নির্মাতা স্বাধীন ফুয়াদ। আসছে নতুন বছরে এই যুগল পরিচালক চলচ্চিত্র নির্মাণের জন্যও প্রস্তুতিও নিচ্ছেন। যুগল পরিচালক হিসেবে ভাল নিমার্ণের মাধ্যমে দর্শকপ্রিয়তা ও সাফল্য কামনা করছেন স্বাধীন ফুয়াদ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]