চ্যাম্পিয়নস ট্রফির বাকি প্রায় দুই মাস। এখনও টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি আইসিসি। তবে এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। রোববার (২২ ডিসেম্বর) এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি।
ইংল্যান্ডের ঘোষিত দলে জায়গা পেয়েছেন জো রুট। ২০২৩ সালের ভারত বিশ্বকাপের পর রুটকে আর ৫০ ওভারের ক্রিকেট ফেরায়নি ইসিবি। এই ফরম্যাটে অনেকেই তার শেষও দেখে ফেলেছিলেন। তবে অবশেষে ঠিকই এই অভিজ্ঞ ব্যাটারকে দলে নেয়া হয়েছে। তবে হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগায় দলে জায়গা হয়নি বেন স্টোকসের। একই স্কোয়াড চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলবে।
জশ বাটলারকে অধিনায়ক করে ঘোষিত ইংলিশ দলে ব্যাটার হিসেবে রুট ছাড়াও আছেন ফিল সল্ট, বেন ডাকেট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ ও অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের তারকারা। বোলিংয়ে জফরা আর্চারের সাথে গতির ঝড় তুলতে থাকছেন মার্ক উড, ব্রাইডন কার্স, গুস অ্যাটকিনসনের মতো তারকারা। আর বল হাতে ঘুর্ণি দেখাবেন আদিল রশিদ ও সাকিব মাহমুদ।
ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল:
জস বাটলার (অধিনায়ক), জো রুট, জফরা আর্চার, গুস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]