বয়সভিত্তিক আসরে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলো না বাংলাদেশ নারী দল। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে নীল শিবির। জবাবে, ১৮ ওভার ৩ বলে মাত্র ৭৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
১১৮ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানের মাথায় ফেরেন ইভা। গত ম্যাচে ভালো ব্যাটিং করলেও এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর মাত্র ১৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সাজঘরের পথ ধরেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ১৩ বলে ৮ রান আসে তার ব্যাট থেকে।
দ্রুত দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। পরের ব্যাটাররা চেষ্টা করেও সেই চাপ সামাল দিতে পারেননি। একে একে সাজঘরে ফেরেন ফাহমিদা ছোঁয়া, সুমাইয়া আক্তার, জুরাইয়া ফেরদৌস, সাদিয়া আক্তাররা। সবমিলিয়ে মাত্র ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
টেলএন্ডার ব্যাটাররা চেষ্টা করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন জুরাইয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন আয়ুশি শুক্লা।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি ভারতের। দুই ওপেনার কামিলনী ও তৃষা মিলে গড়েন ২৩ রানের জুটি। কামিলনীকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফারজানা ইয়াসমিন। ৯ বল খেললেও ৫ রানের বেশি করতে পারেননি তিনি।
প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি ভারতের। দলীয় ২৫ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরেক ব্যাটার সানিকা চালকে। সাজঘরে ফিরলেও রানের খাতা খেলা হয়নি তার। এই ব্যাটারকেও ফেরান ফারজানা। শুরুর চাপ সামলে নিকি প্রসাদ ও তৃষার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ১০ ওভারে তোলে ৫৪ রান। অবশেষে নিকি-তৃষা জুটি ভাঙেন হাবিবা। দলীয় ৬৬ রানের মাথায় নিকিকে ফেরান হাবিবা। আউটের আগে এই ব্যাটার করেন ২১ বলে ১২ রান।
পরবর্তীতে আনসারিকে নিয়ে দলকে এগিয়ে নেন তৃষা। অবশ্য এই জুটি বড় হতে দেননি নিশিতা আক্তার নিশি। ফেরান আনসারিকে। ১২ বলে ৫ রান করে ফেরেন এই ব্যাটার। এরপর ফেরেন ফিফটি হাঁকানো ব্যাটার তৃষা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। তাকেও ফেরান ফারজানা। এরপর লেজের সারির ব্যাটাররা চেষ্টা করলেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ নারী দলের এটিই ছিলো প্রথম এশিয়া কাপের আসর। প্রথমবার অংশ নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]