ভৈরব প্রতিনিধি : ভৈরবে তাফসির (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার হাসান আলীর ছেলে সে। আজ শুক্রবার সকাল ৯ টার দিকে খবর পেয়ে পুলিশ এলাকার সামাদ মিয়ার বাড়ী থেকে লাশ উদ্ধার করে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগন্জ পাঠানো হয়। ঠিক কি কারনে তাফসির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কেউ বলতে পারছেনা। পরিবারের সদস্যরা জানিয়েছে সে রাতে খাবার খেয়ে রাত ১০ টার পর ঘুমাতে যায়। সকালে নাস্তা খেতে ডাক দিলে তার কোন সারাশব্দ না পেয়ে দড়জা ভেঙ্গে রুমে ঢুকে ঘটনা দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মোঃ শাহিন মিয়া জানান, সকালে খবর পেয়ে পুলিশ সামাদ মিয়ার বাড়ীর একটি রিক্সার গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করে কিশোরগন্জে ময়না তদন্তের জন্য পাঠায়। কি কারনে সে ঘটনাটি ঘটিয়েছে তা তার পরিবারের সদস্যরা বলতে পারছেনা। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নিব।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]