সময়কণ্ঠ প্রতিবেদক : মডেল-অভিনেতা ও সাংবাদিক একে আজাদ সানি। আজ তার জন্মদিন। তবে এবারের জন্মদিনে কোন আনুষ্ঠানিকতা নেই। পরিবারের সঙ্গেই সময় দিচ্ছেন তিনি। এমনটাই জানালেন সানি। বললেন, দিন দিন বড় হচ্ছি আর ওপারে যাওয়ার ভয় চলে আসতেছে। মনে হচ্ছে জীবন থেকে অনেকটা সময় ব্যায় হয়ে গেল। এবারের জন্মদিনেও বড় কোন অনুষ্ঠান করছি না। শুধু সবার কাছে দোয়া চাই; আমি যেন ভালো থাকতে পারি এবং ভালো ভালো কাজ করতে পারি। একে আজাদ সানি একজন সংবাদকর্মী হিসেবে কাজ করে আসছেন প্রায় এক যুগ ধরে। বর্তমানে তিনি দেশের প্রথম বিকেলের কাগজ এবং ভোরের কাগজের বৈকালিক পত্রিকা দৈনিক দিনের শেষে’র ফ্যাশন এবং বিনোদন পাতার দােিয়ত্ব আছেন। শুধু তাই নয়, শোবিজ মিডিয়ায়ও বিচরণ রয়েছে তার। সাংবাদিকার পাশাপাশি অভিনয় এবং মডেলিং করে বেশ ভালোই সাড়া পেয়েছেন। একজন ইভেন্ট আয়োজক হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে এই তরুণ সাংবাদিক এবং মডেল অভিনেতার। নিজেদের প্রোডাকশন হাউস এবং ইভেন্ট কোম্পানি ‘শান ক্রিয়েশনস’র ব্যানারেও কাজ করেছেন অনেক। ভালো গাইতেও পারেন এই প্রতিভাবান সাংবাদিক। শখের বসে বাজারের তিনটি গানও ছেড়েছেন। নাটকে কাজ করেছেন-মনির হোসেন জীবন, এম শাখাওয়াত, ডিএ তায়েব, কিরণ মেহেদী, জি এম সৈকত, আরিফুর রহমান আরিফ ও রাশেদ রাহার পরিচালনায়। তবে প্রথম ক্যামের সামনে দাড়ান মনির হোসেন জীবনের ‘আগুন্তক’ নাটক দিয়ে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]