ভৈরব প্রতিনিধি : কিশোরগন্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে নিহত দুইজনের স্মরণে উপজেলা বিএনপি এক স্মরণসভা করে। গুলিতে নিহতরা হলো ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ (২৩) ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩২)। আজ শুক্রবার বিকেলে কুলিয়ারচর উপজেলা ছয়সূতি ইউনিয়ন বিএনপি আয়োজিত বড় ছয়সূতি বাজার মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ছয়সূতি বিএনপির সভাপতি সালাউদ্দিন মোর্শেদ নিজামী ( বাবুল) ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগন্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিলাদ, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
গত বছর ৩১ অক্টোবর বিএনপি – জামায়েতের ডাকা তিনদিনের রেল, সড়ক ও নৌপথ অবরোধের দিন অবরোধ পালনকালে ভৈরব – কিশোরগন্জ সড়কের ছয়সূতি সড়কে পুলিশের গুলিতে উল্লেখিত দুজন নেতা মারা যায়। দুজনই বিবাহিত ছিল।স্মরণসভা অনুষ্ঠানে কুলিয়ারচর এলাকার বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন ঘটনার দিন শান্তিপূর্ন অবরোধ পালনকালে বিনাকারনে পুলিশ তাদেরকে গুলি করে হত্যা করে। এদিন পুলিশ দুজনের লাশ রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনায় তাদের পরিবারের মামলা গ্রহন না করে পুলিশ থানায় জিডি করে। দুজনের মৃত্যু ছিল নির্মম বেদনাদায়ক। তারা দুইজনের হত্যার বিচার দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]