মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সাংবাদিককে মারধর করে আহত করার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. পারভেজকে (৫২) গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। শ্রীনগরের দেউলভোগ এলাকার টেক্কা মার্কেট থেকে বুধবার দুপুর পৌনে ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দায়ের করা মামলার তালিকভুক্ত চার নম্বর আসামি।
সহকারী পুলিশ সুপার (লৌহজং সার্কেল) সামছুজ্জামান বাবু জানান, ঘটনার পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দেউলভোগ এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে মো. পারভেজকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]