আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশে খেজুর রপ্তানিতে আগ্রহী পাকিস্তান। ২০২৫ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে পবিত্র রমজান শুরু হবে। জানা গেছে, এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য পাকিস্তানের ট্রেড ডেভেলপমেন্ট অথোরিটির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল জানুয়ারি মাসে ঢাকা সফরে আসছেন।
বাংলাদেশে খেজুর আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলো থেকে। পাকিস্তান থেকেও আসে। তবে বাংলাদেশের খেজুরের বাজারে পাকিস্তান তাদের জোড়ালো অবস্থান দেখতে চায়।
পাকিস্তান সরকারের মতে, খেজুর উৎপাদনের শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে তারা। বছরে ৫ লাখ টনের বেশি খেজুর হয় তাদের দেশে। এই খেজুর যায় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইন্দোনেশিয়া- এমনকি পাকিস্তানের খেজুরের চাহিদা রয়েছে সংযুক্ত আরব আমিরাতেও।
শুধু আস্ত খেজুর নয়, বরং খেজুরের নানা পদ যেমন গুড়া করা খেজুর, খেজুরের পেস্ট ও দানদার খেজুর বাংলাদেশকে দিতে চায় পাকিস্তান। তবে বাংলাদেশ সরকার তাদের সেই আশা পূরণ করবে কিনা, সেটিই দেখার বিষয়।
প্রসঙ্গত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দীর্ঘ বছরে ধরে সীমিত ছিল। সাম্প্রতিক সময়ে বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে নানাভাবে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান। বাড়াচ্ছে আমদানি-রপ্তানি। গত নভেম্বরে করাচি ও চট্টগ্রামের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সমুদ্রপথে বাণিজ্য চালু হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।