সকল মেনু

বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

সাভারের বলিয়ারপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেটকার উল্টে তিনজন নিহত‌ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বের হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারটি উল্টে গেলে কারে থাকা পাঁচজন গুরুতর আহত হন। পরে নাজিম উদ্দিন, মজিবুর রহমান ও ইব্রাহিম নামের তিনজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। তারা তিনজনই বলিয়ারপুরের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

আহত অবস্থায় একজনকে কল্যাণপুর ইবনে সিনা ও অন্যজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top