প্রকাশ : মার্চ ১৩, ২০১৭ , ১১:২৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা:রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে ওঠানোর সময় ছিটকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় তমা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার পলাশসহ (৩৮) এক শ্রমিক আহত হয়েছেন।
এদিকে গার্ডারটি ছিটকে রেললাইনের ওপর পড়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১৩, ২০১৭ , ১১:২৫ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।