তুমি একটু ও বদলাও নি।
বদলে যায়নি মায়াভরা চাহনি।
ইচ্ছে করলে তুমি কবিতা হয়ে ।
থেকে যেতে পারতে এ হৃদয়ে ।
দেখতে দেখতেই কেটেছে প্রহর।
তুমি আমার নাওনি খবর ।
তাই তো অন্তরে প্রহসন ।
জানতে কি চাও কি তার কারন?
তোমার কি মনে পড়ে?
দেখা হত আমাদের ক্লাসের পরে।
সেই সোনালি কলেজ জীবনে ।
তুমি বলতে কথা আপন মনে।
সদা চঞ্চলা, প্রানবন্ত ও হাস্যোজ্জল ছিলে।
বুঝতে পারিনি কেমন করে মন টা কেড়ে নিলে।
পাছে লোকে কতদিন তামাশা করে তাই।
তুমি বলতে আমি ছাড়া তোমার কেউ নাই।
তোমার বাবা টাকা দিয়ে কিনল দামি বর।
বাবার কথায় রাজি হলে করলে আমায় পর।
আমি চাল চুলোহীন বেকার ছেলে বলে।
ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ভুলে ।
আজ আবার দেখা হল পনেরো বছর পর।
খুব জানতে ইচ্ছে হয় কি তোমার খবর ?
তোমার চোখের জল কেন,কিসের কারনে?
তবে কি ধরে নেব সুখী নও সংসার জীবনে?
অর্থ – বিত্ত – ধন, যদি হত সুখের কারন।
তবে জগতে ভালবাসার ছিলনা প্রয়োজন ।
ভালবাসতে মন লাগে টাকা কড়ি নয়।
ভালবেসে ভুলে গেলে, জীবন হল বিষাদময় ।
পনেরো বছর পরে তুমি অশ্রুভেজা নয়নে।
ধনী হয়েছো কিন্তু সুখী হলেনা ভালবাসার কারনে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।