সকল মেনু

মারা গেছেন পরিচালক শাহ আলম মণ্ডল

ঢালিউড তারকা পরীমনির প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন। গতকাল শুক্রবার এই তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। পরীমনিকে নিয়ে তিনি ‘ভালোবাসা সীমাহীন’ নামে ছবিটি নির্মাণ করেছিলেন। ওই সিনেমার মাধ্যমেই ঢালিউডে অভিষেক হয় এই তারকার।

কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহ আলম মণ্ডল। শারীরিক অবস্থার অবনতি হলে শুরুতে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার শেষে তাকে স্থানান্তর করা হয় আরেকটি হাসপাতালে। এরপর আরও দুই হাসপাতাল ঘুরিয়ে তাকে নেওয়া হয় গুলশানের ওই বেসরকারি হাসপাতালে। আজ ভোরে সেখানেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

প্রয়াত শাহ আলম মণ্ডলের স্ত্রী উম্মে কুলসুম সংবাদমাধ্যমকে জানান, তার স্বামীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কোনোভাবেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। গত দুদিনে তার শরীরে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, শাহ আলম মণ্ডলের লিভার ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসেও অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top