রাজধানীতে ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সঙ্গে বাজারে সরবরাহ বাড়ছে শীতের সব শাক-সবজির। এতে কমতে শুরু করেছে দাম। বিশেষ করে আঁটিপ্রতি অর্ধেকে নেমেছে শাকের দাম। তাই ক্রেতার মনে একটু হলেও স্বস্তি শুরু হয়েছে।
শুক্রবার খুচরা বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি আঁটি লাল শাক বিক্রি হচ্ছে ১০-২০ টাকা, যা সপ্তাহ আগেও ২০-৩০ টাকা ছিল। প্রতিকেজি পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, যা আগে ৩০ টাকা ছিল। পুঁইশাক বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকা আঁটি। লাউ শাকও আঁটির আকারভেদে বিক্রি হচ্ছে ২০-৪০ টাকা।
কয়েক ক্রেতা জানান, রাজধানীতে শীত সেভাবে না পড়লেও বাজারে শাক-সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। দাম কিছুটা কমলেও এখনো বাড়তি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।