সকল মেনু

মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে আলোচনা, এ আর রহমানের কন্যা-পুত্রের কড়া জবাব

কয়েক দিন আগে প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। একই দিনে সংসার ভাঙার খবর জানান তার দলের বেজ গিটারিস্ট মোহিনী দে।

একই দিনে দুটো সংসার ভাঙার খবরে যেমন বিস্মিত হন, তেমনি দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েন নেটিজেনরা। প্রশ্ন তুলেন— মোহিনী দের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে কি সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ আর রহমান? বিষয়টি নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।

এ আর রহমানের দলের বেজ গিটারিস্ট মোহিনী দে

এ পরিস্থিতিতে কড়া জবাব দিলেন এ আর রহমানের কন্যা খাতিজা রহমান ও পুত্র আমিন রহমান। খাতিজা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে এই শিল্পী লেখেন, “সবসময় মনে রাখবেন, যারা আপনাকে অপছন্দ করে, তারা গুজব বয়ে বেড়ায়, মূর্খরা এটি ছড়ায় এবং বোকারা এটি গ্রহণ করে।”

১৯৯৫ সালে বিয়ে করেন সায়রা বানু ও এ আর রহমান। এ দম্পতির তিন সন্তান। দুই মেয়ে খাতিজা রহমান, রহিমা রহমান ও ছেলে আমিন রহমান। তিনজনই বাবার পথ অনুসরণ করে সংগীতের সঙ্গে জড়িয়েছেন।

দুই কন্যার সঙ্গে এ আর রহমান

এ আর রহমানের পুত্র আমিনের বয়স ২১ বছর। আমিনও প্লেব্যাক গায়ক ও সুরকার হিসেবে পরিচিত। ২০১৫ সালে তামিল সিনেমায় গায়ক হিসেবে অভিষেক ঘটে তার। বেশ কয়েকটি সিনেমা ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন আমিন। এ আর রহমান ও সায়রা বানুর আরেক মেয়ে রহিমাও সংগীতের সঙ্গেই জড়িত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top