সকল মেনু

স্বপ্ন পূরণে সুহেল খান

গত কয়েক বছর নতুন যে কটি প্রযোজনা প্রতিষ্ঠান নিয়মিত গান প্রকাশ করছে তাদের মধ্যে ‘এসএলকে’ অন্যতম। এটির পৃষ্ঠপোষক হিসেবে আছেন গীতিকার সুহেল খান।

গান লেখার পাশাপাশি বিভিন্ন শিল্পীর জন্য সুরও করছেন তিনি। একইসঙ্গে নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন । এরইমধ্যে তার ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইব অতিক্রম করেছে।

২০১০ সালে ‘বন্ধু বলি যে তুমারে’ শিরোনামে গান দিয়ে যাত্রা শুরু করেন এ গীতিকার। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মনির খান, কিরণ চন্দ্র রায়, সালমা, মোহাম্মদ মিলন, গামছা পলাশ, আকাশ মাহমুদ, তসিবা বেগম, সামজ ভাইসহ আরো অনেকে।

সুহেল খান বলেন, বাংলা গান আমাকে খুবই টানে। ভালো লাগার জায়গা থেকে লেখালেখি শুরু করি। যতদিন বাঁচি লিখে যেতে চাই। আমার স্বপ্ন ছিল একটি মিউজিক কোম্পানি প্রতিষ্ঠা করা। সেখানে দেশের সকল শিল্পীদের নিয়ে কাজ করবো। এরমধ্যে সেটি শুরু করেছি। অনেক শিল্পী আমাকে বিভিন্নভাবে সহেযোগীতা করছেন। তাদের কাছে কৃতঙ্গতা প্রকাশ করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top