চব্বিশের গণঅভ্যুন্থানে অংশগ্রহণকারীদের চিহ্নিত করে মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘‘স্বাধীনতার পর আমরা ন্যায্যতা পাইনি। একাত্তরের এক লাখ মুক্তিযোদ্ধা ন্যায্যতা পায়নি। তাদের ভিতরে ৯০ ভাগ মু্ক্তিযোদ্ধাই হলো গ্রামের ছেলেরা। তাদের সেদিন গ্রামে ফিরতে হয়েছে খালি হাতে, খালি পায়ে। তাদের দেশ গড়ার কাজে লাগানো হয়নি, যা ছিল অন্যায়। কিন্তু ২৪ এর বেলায় বীর সন্তানদের চিহ্নিত করে মর্যাদা দেওয়া হবে। কোনো অনিয়ম হবে না।’’
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমী হলরুমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের সকল শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, ‘‘জুলাই-আগস্টে আহত-নিহতদের তালিকা করা হচ্ছে। একাত্তরের মুক্তিযোদ্ধাদের বাহক বর্তমান ২৪ এর মুক্তিযোদ্ধারা। একেবারে স্বচ্ছভাবে তালিকা করা হচ্ছে। যার কারণে সময় লাগছে। সময় দিতে হবে। না হলে এক লাখ মুক্তিযোদ্ধা তিন লাখ হয়ে যাবে। এ ঘটনা যাতে না ঘটে, এ জন্য সময় দিয়ে তালিকা করা হচ্ছে।’’
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘‘যারা ভাবছেন, আবু সাঈদের গল্প বলে অন্য শহীদদের ভুলে যাচ্ছি, আমরা এটা করছি না। আবু সাঈদ একটা সিম্বল হতে পারে, তিনি সকলকে প্রতিনিধিত্ব করছেন। আমরা আপনাদের সকলের কাছে পৌঁছাতে চাই। এ জন্য সময় লাগছে। আমাদের কথায় ও কাজে ভুল হতে পারে, এ জন্য আমাদের উপর রাগ করবেন, সমালোচনা করবেন এবং তিরষ্কারও করবেন কিন্তু মুখ ফিরিয়ে নিয়েন না। কারণ আমরা অন্তর থেকে আপনাদের পাশে আছি। আমরা ভুল শুধরিয়ে এগিয়ে যেতে চাই।’’ জুলাই-আগস্টে নিহত-আহত এবং যারা জয়ী হয়ে জীবন নিয়ে ফিরে এসেছেন, তাদের সকলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।