সকল মেনু

কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মোল্লা কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। মাল্লা কল্যাণ ট্রাস্ট এর  চেয়ারম্যান মো. গোলজার হোসেন মোল্লার নিজস্ব অর্থায়নে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃত্তি পরীক্ষা পরিচালনা ও বাস্তবায়নে কাজ করছে বিসমিল্লাহ ফাউন্ডেশন।

শুক্রবার ১৫ নভেম্বর ও শনিবার ১৬ নভেম্বর দুইদিন এ বৃত্তি চলবে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় ও জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় এ দুইটি ভেনুতে স্বনামধন্য ৩৪টি সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেণীর ৬৩২ জন শিক্ষার্থী  এতে অংশগ্রহন করেন। সকাল ১০ টা থেকে পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১২ টা পর্যন্ত পরীক্ষা চলে। দুইটি কেন্দ্রে শিক্ষার্থী ও অভিবাবকদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এসময় আয়োজক ও অভিবাবকগন পরীক্ষায় সন্তোষ প্রকাশ করে মোল্লা কল্লাণ ট্রাস্টেও চেয়ারম্যান সমাজ সেবক গোলজার হোসেনের প্রশংসা করেন।

অভিবাবকরা জানান, মেধার বিকাশ সাধনে এ ধরনের জ্ঞানমূলক পরীক্ষা শিক্ষাথীদে মাঝে প্রতিযোগিতা ও জ্ঞান আহরনে আগ্রহ বৃদ্ধি করে।
এসময় কেন্দ্র পরিদর্শন করেন মোল্লা কল্যাণ ট্রাস্টেওে চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলজার হোসেন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক ও জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ ও দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক সামসুল হক জুয়েল, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকারিয়া আল মামুন, বিসমিল্লাহ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন মাষ্টার, মোয়াজ্জেম হোসেন রাসেল মাষ্টার,লিটন ফরাজী প্রমুখ। চুপাইর উচ্চ বিদ্যালযের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, হল সুপারের দায়িত্ব পালন করেন জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্সক আব্দুর রহিম শেখ। অপরদিকে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় কেদ্রে সচিবের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ এবং হল সুপার হিসেবে ছিলেন জামালপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম আলমগীর ও এমদাদুল হক মানিক মাষ্টার।

উল্লেখ্য, ঊক্ত মেধাবৃত্তির ফলাফল দ্রুতই জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top