প্রকাশ : নভেম্বর ১১, ২০২৪ , ১:০১ অপরাহ্ণ
শেয়ার করুন-
গাজীপুরে টিঅ্যান্ডজেড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা দেশের ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৫০ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন পড়েছে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। মহাসড়কের পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে রাত জেগে পালাক্রমে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে এখন পর্যন্ত অবরোধে কোনো ধরনের ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১১, ২০২৪ , ১:০১ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।