সকল মেনু

যেসব অঙ্গরাজ্যে নির্ধারিত হবে ট্রাম্প-হ্যারিসের ভাগ্য

প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। ৫ নভেম্বর সারা দিন দেশটিতে ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে মার্কিন নাগরিকরা ভোটকেন্দ্রে যাওয়া শুরু করেছে।

তবে এবারের নির্বাচনে ট্রাম্প নাকি কমলা হ্যারিস? কে জয়ী হতে পারেন তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা। তবে আগে থেকেই বিভিন্ন জরিপে বলা হচ্ছে এবারে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

তবে এই দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে পারে সুইং অঙ্গরাজ্যগুলোতে। এই অঙ্গরাজ্যগুলো হলো অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলাভেনিয়া ও উইসকনসিন। এসব অঙ্গরাজ্যে দুই প্রার্থী জোর দিয়ে প্রচারণাও চালিয়েছেন।

এদিকে আগাম ভোট দিয়েছেন ৮ কোটির বেশি মানুষ। ইউনিভার্সিটি অব ফ্লোরিডা ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে ৮ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন ভোটার আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে ৪ কোটি ৪০ লাখের বেশি ভোটার ভোটকেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন এবং প্রায় ৩ কোটি ৭ লাখ ভোটার ভোট দিয়েছেন ডাকযোগে। নির্বাচনে শেষ পর্যন্ত যিনি জয়ী হবেন তিনিই হবেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top