বিসিসিআই প্রধান অনুরাগ ঠাকুর আগামী বছরের শুরুতে বাংলাদেশের ঐতিহাসিক সফরের ঘোষণা দেন।
“শীর্ষ সারির টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব সব টেস্ট খেলুড়ে দেশকে আমাদের সুযোগ দেওয়া। আমাদের ২০১৬-১৭ ঘরোয়া মৌসুমে এটা হবে দারুণ সংযোজন।”
এর আগে বিসিসিআইয়ের ট্যুর প্রোগ্রাম ও সূচি কমিটির সভা শেষে ২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর ভেন্যু জানানো হয়। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও তখন তারিখ ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি।
আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী চলতি অগাস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বিরাট কোহলিদের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তা সম্ভব হয়নি।
এরপর শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে যাবে বাংলাদেশ। কিন্তু বিসিসিআই জানায়, ঘরোয়া মৌসুমে সবার আগে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে ভারত সফরে যাবে নিউ জিল্যান্ড। এরপর ইংল্যান্ড খেলবে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।
এবার আনুষ্ঠানিকভাবে বিসিবি জানাল ভারতে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত সফরটি হবে ফেব্রুয়ারিতে।
এই মৌসুমে অভিষেক হচ্ছে ভারতের নতুন ৬টি টেস্ট ভেন্যুর। রাজকোট, বিশাখাপত্মম, পুনে, রাচি, ইন্দোর ও ধর্মশালায় টেস্ট হবে প্রথমবার। এই মৌসুমে দেশের মাটিতে রেকর্ড ছোঁয়া ১৩টি টেস্ট খেলবে ভারত। এর আগে ১৩টি টেস্ট খেলেছিল তারা ১৯৭৯-৮০ মৌসুমে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৩, ২০১৬ , ২:২৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।