ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়ের আকাশচুম্বি চাহিদা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের প্রতি বাড়তি আগ্রহ থাকে। জনসন চার্লস তাদেরই একজন।
শেষ কয়েক বছর ধরেই চার্লসকে দেখা যাচ্ছে বিপিএলে। রংপুর রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন তিনি। পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়েও শিরোপার স্বাদ। এবার তার লক্ষ্য ঢাকা ক্যাপিটালসকে শিরোপা জেতানো।
ঢাকা ক্যাপিটালস নিজেদের ডিরেক্ট সাইনিংয়ে ক্যারিবিয়ান তারকা চার্লসকে দলে ভেড়ায়। সোমবার (০৪ নভেম্বর) দলটির সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভিডিও পোস্ট করেছেন চার্লস। তাকে বলতে শোনা যায়, ‘এই বছরের বিপিএলে আমি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলব। ঢাকার সমর্থকরা তৈরি হও, আমাদের সমর্থন করতে চলে এসো। চলো একসঙ্গে লড়াই করে ট্রফিটা ঢাকার জন্য নিয়ে আসি। ঢাকা-রিয়ান্স ঐক্যবদ্ধ হও। সমর্থকরা এক জোট হও। এবার দারুণ কিছু হবে। খুব শিগগিরিই দেখা হবে ৷
বিপিএলের গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছেন চার্লস। গত আসরে শিরোপা জিততে না পারলেও দলকে ফাইনালে তুলেছিলেন। এর আগের বছর কুমিল্লার হয়ে শিরোপা জেতেন। ফাইনালে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৭৯ রান করে ফাইনাল সেরা হয়েছিলেন। ওই আসরেই খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে খেলতে নেমে জনসন চার্লসের সেঞ্চুরিতে প্লে’অফ নিশ্চিত করেছিল কুমিল্লা। ক্যারিবিয়ান এ ব্যাটার ৫৬ বলে ৫ চার আর ১১ ছক্কায় ১০৭ রান করেছিলেন।
বড় ম্যাচে তার ব্যাট থেকে আরেকটি সেঞ্চুরিও পেয়েছে বিপিএল। পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এবারের বিপিএলেও এমন কিছু দেখা যাবে কিনা তা সময়ই বলে দেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।