অভাবে নয়, স্বভাবেও চুরি করেন অনেকে। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী একটি বিলাসবহুল বিএমডব্লিউ চালিয়ে এসে দোকানের বাইরে রাখা ফুলের টব চুরি করে নিয়ে যাচ্ছেন। গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর-১৮য় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজিক মাধ্যমে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী বাড়িতে ঢোকার মুখে তার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দাঁড় করিয়ে ভিতরে চলে যান তিনি। কিছুক্ষণ পরে আবার বেরিয়ে আসেন। এরপর ওই নারী হঠাৎই বাড়ির ঠিক বাইরে থাকা দোকান থেকে একটি ফুলের টব তুলে নেন। তড়িঘড়ি সেই টব গাড়িতে চাপিয়ে চম্পট দেন তিনি। পুরো ঘটনাটি দোকানের বাইরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই নারীর এক সঙ্গীও ধরা পড়়েছেন সিসি ক্যামেরায়। ওই নারী যাতে চটপট গাড়িতে উঠে যেতে পারেন, তার জন্য গাড়ির দরজা আগে থেকেই খুলে রেখেছিলেন তিনি।
‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এরইমধ্যে হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে ওই নারীর কাণ্ড দেখে তাজ্জব বনে গেছেন। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘এত বিলাসবহুল গাড়ি কিনতে পারেন অথচ ফুল কিনতে পারেন না, চুরি করতে হয়!’ একজন লিখেছেন, ‘কোনো ক্লাস নেই এদের। আরেকজন লিখেছেন, ‘আসলে স্বভাব যায় না কিছুতেই। নয়ত বিএমডব্লিউ করে এসে চুরি করতেন না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।