বিসিবির ১৫তম বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। নিয়ে রাখা হয়েছে সরকারের ওপর মহলের সবুজ সংকেত। অর্থ্যাৎ সাকিবকে খেলাতে কোনো আপত্তি নেই অন্তর্বর্তীকালীন সরকারের।
বিসিবির পরিচালনা পর্ষদের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি বলেন, সাকিবের মতো খেলোয়াড় এখন প্রয়োজন। টিমের যে অবস্থা, সাকিবকে বলা হয়েছে। সে খেলবে কী খেলবে না এগুলো জানতে চাওয়া হয়েছে। সে জানাচ্ছে। সাকিবকে এখন আমাদের প্রয়োজন।
সাকিব তার সিদ্ধান্ত জানালে এরপর সিদ্ধান্ত নেবে বোর্ড, সাকিবের পরিকল্পনা জানাও আমাদের প্রয়োজন আছে। ও খেলবে কী খেলবে না আমাদেরতো জানতে হবে তার খেলা নিয়ে সরকারের উচ্চ মহলের ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে। ও যদি খেলতে পারে আমাদের কোনো অসুবিধা নেই।
গতকাল বিসিবি প্রেসিডেন্ট বোর্ড মিটিংয়ের আগে অবশ্য এমন ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছেন সামনের আফগানিস্তান সিরিজে অ্যাভেইলেবল। এছাড়া তাকে ফেরাতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেন বলেও জানান ফারুক। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনি যেটা বললেন যে শেষ টেস্ট খেলতে ফিরতে পারেনি… একেবারেই আমরা কোনোভাবে জড়িত নই এই ব্যাপারটায়। এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও সাকিব আল হাসানের (ব্যাপার)। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে যত কথাই বলি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি যাতে সাকিব আল হাসান দেশ থেকে অবসরে যেতে পারে। আমার চেষ্টা আমি করেছি।’
সাকিব যদি চায় আফগানিস্তান সিরিজে তার থাকা এক প্রকার নিশ্চিত। এরপর দল উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবীয়ানদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আর কোনো খেলা নেই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।