সিলেটে টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দেন তারা।
গ্রাহকদের অভিযোগ, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন থেকে গ্রাহকরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। জমা দিলে ঠিকই নেওয়া হচ্ছে। কিন্তু উত্তোলনের জন্য চেক নিয়ে এলে তিন হাজার টাকার ওপর দেওয়া হচ্ছে না।
গ্রাহক ফয়জুল কয়েছ অভিযোগ করে বলেন, গ্রাহকদের তারা ভিক্ষুক মনে করছে নাকি। ব্যাংকে টাকা রাখছি প্রয়োজনে তুলব বলে, কিন্তু আমাদের হয়রানি করা হচ্ছে। এজন্য গেটে তালা ঝুলিয়ে দিয়েছি।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।