সকল মেনু

মারা গেছেন মরক্কোর ফুটবলার বেরাদা

বয়স হয়েছিল মাত্র ৩৫। ফুটবলে আরও কয়েক বছর মাঠ দাপিয়ে বেড়াতে পারতেন আব্দেলআজিজ বেরাদা। তবে সেটা হলো না। বুট-জার্সি চিরতরে তুলে রেখে মাত্র ৩৫ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন এই মিডফিল্ডার। বেরাদার মৃত্যুর খবর জানিয়েছে তার ক্লাব মার্সেই।

বেরাদা কিভবে মারা গেছেন সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেয়নি মার্সেই। তবে মরক্কোর গণমাধ্যমে বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বেরাদা।

বেরাদার জন্ম ফ্রান্সে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি বেছে নেন মরক্কোকে। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলার পর ২০২১ সালে তুলে রাখেন জার্সি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top