সকল মেনু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরীর মাড়িয়ালি এলাকায় রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর বলেন, নিহত যুবকের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top