সকল মেনু

৫০০ বছরের ঐতিত্যবাহী ঢাকের হাট

ঢাক-ঢোল ও সুরের মূর্ছনা ছাড়া দুর্গাপূজা পূর্ণতা পায় না। তাই পূজার প্রতিটি পর্বে চাই ঢাকের আওয়াজ ও সুরের মূর্ছনা। এ প্রয়োজনকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই হাট চলবে বুধবার (৯ অক্টোবর) গভীর রাত পর্যন্ত। হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাক-ঢোলসহ নানা ধরণের বাদ্যযন্ত্র নিয়ে হাজির হয়েছে দুই শতাধিক বাদকদল।

সরেজমিনে কটিয়াদীর পুরান বাজার ঘুরে দেখা যায়, বাদ্যযন্ত্রের মূর্ছনায় মুখরিত পুরো বাজার। বাদ্যের তালে তালে চলছে সুরের লড়াই। কেউ ঢাক, কেউ ঢোল আবার কেউ বাঁশি-সানাইয়ের সুরে নিজেদের দক্ষতা উজাড় করে দিচ্ছেন। সব মিলিয়ে পুরো হাটে সুর তালের অন্যরকম আবহ। আর এসব ঘুরে ঘুরে উপভোগের পাশাপাশি, তাদের দক্ষতা যাচাই করছেন পূজা আয়োজকরা। চলছে কথাবার্তা দরদামও। বাজনা পছন্দ ও দরদামে মিল হলে সেই বাদকদলের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন পূজারিরা। প্রতি বছরের মতো এবারো দেশের বিভিন্ন প্রান্তের ঢাকিদের সরব উপস্থিতি দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, হাট মানে বেচাকেনার জায়গা হলেও এই হাটটি একটু ভিন্ন। এখানে বাদকরা টাকার বিনিময়ে দেশের বিভিন্ন পূজা আয়োজকদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তাই হাটে আসা লোকজনকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বাদ্যযন্ত্র বাজিয়ে আকর্ষণের চেষ্টা করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top