আইসিসির সবচেয়ে বড় আয়োজন এবং দলগুলোর জন্য মর্যাদার এক শিরোপা। ২০১৭ সালে হয়েছিল সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত উইন্ডো বের করেছে পাকিস্তান। ২০ দিনে ৫০ ওভারের ম্যাচে ৮ দলের এই আসর শেষ করতে চায় আইসিসি। খেলা হবে তিন ভেন্যুতে।
আইসিসির যে কোনো ইভেন্টে ছয় মাস আগেই সূচি নির্ধারণ হয়ে যায়। কিন্তু পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আয়োজকরা। কেননা নিরাপত্তার কারণে পাকিস্তানে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতে আবারও বিজেপি সরকার ক্ষমতায় আসায় পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের না পাঠানোর সম্ভাবনাই বেশি। যদিও পাকিস্তান খুব করে চাইছে দুই দেশের ক্রিকেটের অচলায়তন ভাঙুক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।