ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক উয়েফা স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা করেছে। এবং তাদের দর্শক-সমর্থকদের এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মোনাকোর কাছে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সেলোনা। ওই ম্যাচে বার্সেলোনার দর্শক-সমর্থকরা বর্ণবাদী মন্তব্য করেন। আর সে কারণে বার্সেলোনাকে ১০ হাজার ইউরো তথা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করে উয়েফার কন্ট্রোল, এথিকস ও ডিসিপ্লিনারি বডি। এর পাশাপাশি তাদের দর্শকদের চ্যাম্পিয়নস লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
অর্থাৎ পরের ম্যাচের জন্য বার্সেলোনা তাদের দর্শকদের কাছে আর কোনো টিকিট বিক্রি করতে পারবে না। আগামী ৬ নভেম্বর দিবাগত রাতে রেড স্টার বেলগ্রেডের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে যাবে বার্সা। এই ম্যাচে তাদের কোনো দর্শক উপস্থিত হতে পারবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।