সকল মেনু

আওয়ামী লীগের নয়, বিদায়ের ঘণ্টা বাজছে বিএনপির

ডেস্ক :  আওয়ামী লীগের নয়, বিএনপির বিদায়ের ঘণ্টা বাজছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নয়, বিএনপির বিদায়ের ঘণ্টা বাজছে। আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। ফাইল ছবি।

এ সময় রাজনীতিতে এখন খুব ঝুঁকিপূর্ণ সময়ে চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top