সকল মেনু

এবার খলনায়িকা দিশা

ডেস্ক :   মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। রহস্য, রোমাঞ্চ, অ্যাকশনে ভরপুর এই ছবির মধ্য দিয়ে ৮ বছর পর আসতে অলেছে সুপার হিট ছবি এক ভিলেন-এর দ্বিতীয় কিস্তি। ছবিতে জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি ও তারা সুতারিয়াকে দেখা যাবে। ছবিতে দিশাকে এক ধূসর চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। কিন্তু এ ছবির আসল ভিলেন কে? এ নিয়ে ধোঁয়াশা রেখেছেন পরিচালক মোহিত সুরি।

ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে যে এই ছবিতে দিশাকে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে তার চরিত্রের বিষয়ে প্রশ্ন করা হলে এক রাশ হেসে দিশা বলেন, ‘এখনই আমি আমার চরিত্রের ব্যাপারে খোলাসা করতে পারব না। সে জন্য ছবিটা মুক্তির অপেক্ষা করতে হবে। তবে এটুকু বলতে পারি যে ছবিতে আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করছি। সৌন্দর্যই আসল হাতিয়ার। এককথায় সে মোটেও “ভালো” মেয়ে নয়।’

মোহিতের এই ছবিতে দিশাকে অ্যাকশন করতেও দেখা যাবে। এ প্রসঙ্গে বলিউডের এই লাস্যময়ী নায়িকা বলেছেন, ‘অ্যাকশন-থ্রিলার আমার অত্যন্ত প্রিয় ঘরানা। তাই এই ছবিতে কাজের সুযোগ পেয়ে আপ্লুত। এর আগে মোহিত স্যারের (পরিচালক) সঙ্গে আমি মলাঙ্গ ছবিতে কাজ করেছি। এ নিয়ে তাঁর সঙ্গে আমার দ্বিতীয় ছবি। আশা করি, ভবিষ্যতেও মোহিত স্যারের সঙ্গে কাজ করতে পারব।’

এক ভিলেন রিটার্নস ছবির গল্প এক ক্রমিক খুনিকে নিয়ে। যে ১৮ জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। খুনি সেই মেয়েদের নিশানা করে, যাদের প্রেমিক একতরফা ভালোবাসে। যেসব প্রেমিকদের হৃদয় ভেঙে গেছে, তাদের জীবনে দেবদূতের ভূমিকা পালন করতে চায় এই খুনি। এক ভিলেন রিটার্নস ছবির আসল ভিলেন কে তার জবাব পাওয়া যাবে ২৯ জুলাই। এদিন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top