সকল মেনু

বড়পর্দার আগে ইউটিউবে তানহা-নীরব

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের ট্রেলার। ৬ মিনিটের এ ট্রেলার জুড়েই রয়েছে নিরব-তনহা জুটির রসায়ন। যা সাধারণ দর্শককে আকৃষ্ট করবে বলেই মানে করেন ছবির নির্মাতা রফিক শিকদার।

আগামী ১৮ মার্চ মুক্তি পাচ্ছে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রটি। এতে নিরবের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন নবাগত তানহা।

রফিক শিকদার পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। পরিবেশনায় টিওটি ফিল্মস।

https://youtu.be/BAGoobaXk1o

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top