প্রকাশ : ডিসেম্বর ৪, ২০২১ , ৫:২৪ অপরাহ্ণ
শেয়ার করুন-
প্রতিবেদক : ‘সড়কে দুর্নীতি, অব্যবস্থাপনা’কে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় পূর্ব ঘোষিত এই আন্দোলন পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ তাদের ১১ দফা দাবির পক্ষে স্লোগান দেন। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, শর্তহীনভাবে গণপরিবহনে হাফভাড়া কার্যকর ও গাড়িচাপায় দুজন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদসহ নিরাপদ সড়কের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ-মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ৪, ২০২১ , ৫:২৪ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।