আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় তৈরি ৪৯ হাজার ৬১০ পিস চকলেট একটি হায়েজ গাড়িসহ চারজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব এহতে শামুল হক এর নির্দেশে আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব বিল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ইসহাক মিয়া সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এ সময় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ৫০ গজ পূর্ব পাশ থেকে একটি হাইয়েজ গাড়ি যার রেজিনং চ-১১- ৯৬৬০ তল্লাশি করে ভারতীয় (ক)অবৈধ ১৬৭ পিস বক্সে ৫৬১০ পিস সাফারি (চোখ) চকলেট।(খ) ৩৩ হাজার পিস আই বল (চোখ) চকলেট (গ) ১১০ টি বৈয়ামে ১১ হাজার পিস হাই বল (চোখ) চকলেট সহ মোট ৪৯ হাজার ৬১০ পিস চকলেট একটি সাদা কালারের হায়েজ গাড়ি সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী জাহিদ (৫১) সজিব (৩৬) বিল্লাল হোসেন (৪০) আলমগীর (৪০) জাহিদের পিতা আব্দুর রব মাতা সুফিয়া খাতুন সজিবের পিতা শাহাজ উদ্দিন মাতা মাসুদা বেগম উভয়ের গ্রাম ৫৬ নং ওয়ার্ড আরিজপুর থানা টঙ্গী জেলা গাজীপুর।
বিল্লাল হোসেনের পিতা আক্তার আলী মাতা জাহানারা বেগম গ্রাম বাসু দেবপাড়া থানা গৌরনদী জেলা বরিশাল আলমগীর পিতা ইসহাক মিয়া মাতা সালেহা গ্রাম ফারহাদাবাদ ৪৭ নং ওয়ার্ড থানা দক্ষিনখান জেলা ঢাকা। এ বিষয়ে আশুগঞ্জ থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।