সকল মেনু

নবীনগরে নাশকতা মামলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর মামলায় আজ (২৩ এপ্রিল) দুপুরে নবীনগর সদর বাজার থেকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন চিশতি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নাটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top