সকল মেনু

২০১ বাতল ফেনসিডিলসহ আখাউড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রপ্তার

আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০১ বাতল ফনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীক গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-১এর সদস্যরা গত রবিবার গভীর রাত উপজলার কাদালিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা কর ২০১ বাতল ফনসিডিলসহ তাদরক গ্রপ্তার কর। গ্রপ্তারকতরা হলন, ব্রাহ্মণবাড়িয়া পর শহরর পাইকপাড়া এলাকার মাঃ শরীফ উদ্দিন ওরফ মুনা-(২৫), খয়াসার এলাকার নাদিম আহমদ ওরফ নাদিম নূর-(২৪) ও ফুলবাড়িয়া এলাকার মাঃ নাদিম মিয়া-(২৫)। গতকাল সামবার দুপুর গনমাধ্যম কর্মীদর কাছ পাঠানা র‌্যাব-৯-এর সিলট অফিসর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার ক.এম. শহিদুল ইসলাম সাহাগ স্বাক্ষরিত প্রস বিজ্ঞপ্তিত এই তথ্য জানা গছ। প্রস বিজ্ঞপ্তিত বলা হয়, এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়র করা হয়ছ ও জব্দকত আলামতসহ গ্রপ্তারকতদরক আখাউড়া থানায় হস্তাÍর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top