বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার পর তার বাড়ি থেকে ২০টি আঙুলের ছাপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার রিপোর্টে একটি আঙুলের ছাপ অভিযুক্ত শরিফুল ইসলামের সাথে মিলেছে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮।
মামলার চার্জশিট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাইফ আলি খানের ফ্ল্যাট থেকে নেয়া ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টিই শরিফুলের সঙ্গে মেলেনি। শুধুমাত্র বাড়িটির অষ্টম তলা থেকে নেয়া ফিঙ্গারপ্রিন্ট শরিফুলের সঙ্গে মিলেছে।
পুলিশ জানায়, একহাজার জনের মধ্যে একজনের আঙুলের ছাপ মিলে যায়। কারণ অনেকেই পরে আলামতগুলো স্পর্শ করেছে। এছাড়া, অভিযুক্তের সাথে সাথে অন্যদেরও আঙুলের ছাপ মিশে থাকে। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মেলানো কোনো অকাট্য প্রমাণ নয়।
প্রতিবেদনের আরও বলা হয়, গত সপ্তাহে মুম্বাই পুলিশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি চার্জশিট দাখিল করেছে। এক হাজার পৃষ্ঠার এই চার্জশিটে অভিযুক্ত শরিফুল ইসলামের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ রয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি ভোরে সাইফ আলি খানের বান্দ্রার বাসভবনে তার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে ছয়বার অভিনেতাকে আঘাত করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শরিফুলকে আটক করে মুম্বাই পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।