ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিতভাবে সশস্ত্র প্রতিবাদ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গাজায় গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থান নিতে হবে। এসময় ওআইসি ও জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পাশাপাশি, গাজায় মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানানো হয়।
সাদা দলের শিক্ষকরা বলেন, গাজাকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার পাঁয়তারা করছে ইসরায়েল। তাদের নৃশংসতা থেকে শিশুরাও বাদ পড়ছে না। সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা। তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহবান জানান শিক্ষক নেতারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।