সকল মেনু

সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেফতার

হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার বাসায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top