সকল মেনু

হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার দায় ইরানকে নিতে হবে: ট্রাম্প

হুতি বিদ্রোহীদের যেকোনো হামলার দায় নিতে হবে ইরানকে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিদের হামলার জন্য ভয়াবহ পরিণতি দেখতে হবে তেহরানকে। আর তা হবে প্রাণঘাতী। হুতিদের ব্যবহার করা প্রতিটি গুলি ইরান থেকে ছোঁড়া হয়েছে বলে ধরে নেয়া হবে। আর এর পেছনে দায়ী করা হবে ইরানের নেতৃত্বকে।

ইয়েমেনের বিদ্রোহীদের হামলা ও আগ্রাসনকে ব্যাপক শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারিও দেন ট্রাম্প। হুতি গোষ্ঠী ইরানের তৈরি বলেও মন্তব্য তার। তিনি দাবি করেন, ইয়েমেনের জনগণ বিদ্রোহীদের ঘৃণা করে। ট্রুথ সোশ্যাল পোস্টটির নিচে নিজের স্বাক্ষর যুক্ত করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গত দেড় বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল ও মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top