সকল মেনু

পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী হামলা, নিহত ৫

আবারও বোমা হামলায় কাঁপলো পাকিস্তান। রোববার (১৬ মার্চ) বেলুচিস্তানের নোশকি জেলায় আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ সেনাসহ দুই পাকিস্তানি নাগরিক।

হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। স্টেট মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

জানা গেছে, বিস্ফোরক ভর্তি একটি যান আধাসামরিক বাহিনীর গাড়িবহরের ওপর চালিয়ে দেয় বিএলএ সদস্যরা। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। আত্মঘাতি এ হামলায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।

কয়েকদিন আগেই বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে প্রায় সাড়ে ৩শ’ আরোহীকে জিম্মি করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি। পরে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে ট্রেনের সব আরোহীকে নিরাপদে উদ্ধার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top