আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব বিল্লাল হোসেনের নেতৃত্বে এস আই রবিউল হোসেন ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
এ সময় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজার ৫০ গজ পশ্চিম পাশ থেকে রমজান মিয়া (৩০) ও বিল্লাল মিয়া (৩০) এর কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করে তাদেরকে গ্রেফতার করে। রমজান মিয়ার পিতার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়া মাতার নাম মানসুরা বেগম গ্রাম উত্তর আগরপুর থানা শিবপুর জেলা নরসিংদী। বিল্লাল মিয়ার পিতার নাম আব্দুল বাসেদ মাতার নাম রেহেনা বেগম গ্রাম উত্তর আগরপুর থানা শিবপুর জেলা নরসিংদী এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।