সকল মেনু

মোবাইল অ্যাপেই দেয়া যাবে যাকাত: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশের মানুষ এ বছর মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।তিনি বলেন, সমাজের অপরাধ দমনে যাকাতের কোন বিকল্প নেই।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানের আলোকি সেন্টারে যাকাত ফেয়ারে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে অভাব দূর হবে এবং নানা অপরাধ প্রবনতা কমে আসবে।এসময় তিনি সেন্টার ফর যাকাত মেনেজমেন্টের যাকাত আহরন ও বিতরণ উদ্যোগের প্রশংসা করেন।

তিনি আরও জানান, সঠিকভাবে যাকাত কার্যক্রম পরিচালনা করলে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে, তখন আইএমএফ এর ঋণের প্রয়োজন হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top