সকল মেনু

জনপ্রিয়তার শীর্ষে অপূর্ব-নিহার নাটক, প্রেক্ষাগৃহে মুক্তির দাবি

নাটক বানিয়ে নীরবে সেন্সর দিয়ে নাকি আজকাল তা সিনেমা হলে মুক্তি দেয়া হয়- এমন অভিযোগ করে থাকেন দর্শকরা। তবে এবার ঘটেছে উল্টো ঘটনা। ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত অপূর্ব-নিহার নতুন নাটক ‘মন দুয়ারী’ দর্শকের মন জয় করে পৌঁছে গেছে জনপ্রিয়তার শীর্ষে। আর তা প্রেক্ষাগৃহে মুক্তির দাবি উঠেছে দর্শক মহল থেকে।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। নাটকটি প্রকাশের মাত্র চার ঘণ্টায় অতিক্রম করেছিলো মিলিয়ন ভিউ! আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করেছে তিন মিলিয়নের ঘর। ১৯ ফেব্রুয়ারি থেকে নাটকটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে।

পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘মন-দুয়ারী’। নাটকে দেখা যাবে, অপূর্ব নিউইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাধা হয়ে দাঁড়ায়। এদিকে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দুজন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর নিহা অপূর্বর মনের সব বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েটির নাম দেয় ‘মন-দুয়ারী’।

অন্যান্য বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।

‘মন-দুয়ারী’ নাটকে দুটি গান আছে। সোমেশ্বর অলির কথায় একটি গানের সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন কনা এবং রেহান রসূল। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top