মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির দুই গ্রুপের সংর্ঘষ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পারিল-বলধরা এলাকায় ভাষা শহীদ রফিক স্মৃতি মেলার উদ্বোধনী
অনুষ্ঠানে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
জানা গেছে, পুর্ব বিরোধের জের ধরে এই সংর্ঘষে জড়ায় সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু ও ইকবাল হোসেন শামীমের অনুসারীরা। সংঘর্ষের দ্বিতীয় দফায় শামীম গ্রুপের ৬ টি মাইক্রোবাস ভাংচুর করা হয়।
সংর্ঘষে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।