আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোসনা চৌধুরী কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১৬ই ফেব্রুয়ারি উপজেলার দক্ষিণ তারুয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় ।
আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জ্যোৎস্না চৌধুরীকে আটক করা হয়েছে । তাকে আশুগঞ্জ থানার একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।