প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয় করতে যাচ্ছে শিশু নৃত্য শিল্পী পিউষা চৌধুরী গুনগুন। তার বাবা একজন সংগীত পরিচালক এবং মা একজন আইনজীবী। ছোট বেলা থেকেই নাচের প্রতি বেশ আগ্রহ দেখে তার মা তিন বছর বয়সে তাকে নাচের স্কুলে ভর্তি করে দেন।
বর্তমানে নাচ শিখছেন বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নিপা এবং শিবলী মোহাম্মদ স্যারের প্রতিষ্ঠান “নৃত্যাঞ্চলে”। রাজধানীর স্বনামধন্য একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে সে।
ইতিমধ্যে সে শিশু-নৃত্য শিল্পী হিসেবে বিভিন্ন মঞ্চে পারফর্ম করে অর্জন করেছে অনেক পুরস্কার । পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও তার নাচ সবার নজর কেড়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশের জনপ্রিয় নৃত্য জুটি শামীম আরা নিপা এবং শিবলী মোহাম্মদ স্যারের সাথে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদির” মঞ্চেও দলীয় নৃত্যে অংশগ্রহণ করেছেন পিউষা।
সম্প্রতি বাংলাদেশ সরকারের অনুদানে হাতে গোনা যে কয়েকটি ছবি নির্মাণ হতে যাচ্ছে তার মধ্যে একটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের – “দেনা পাওনা”। এই ছবিতে তাকে শিশু শিল্পী তোতনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
সাদেক সিদ্দিকীর চিত্রনাট্য ও পরিচালনায় এই ছবিতে আরও অভিনয় করছেন ইমন দিঘী সহ আরো অনেকে। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।